নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
প্যালেস্তাইনে ইসরাইলের সাম্রাজ্যবাদী আগ্রাসনও গণহত্যার অভিযোগ তুলে তার প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামল বামেরা।তাদের দাবি অবিলম্বে যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে প্যালেস্তাইন ও ইসরাইল দুটি রাষ্ট্র কে।এই দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরের রিংরোড পরিক্রমা করে এই মিছিল।মিছিলে বামপন্থী সংগঠনের হাজার খানেক মানুষ পা মেলান।প্রথম সারিতে ছিলেন মন্ত্রী তথা সিপিএমের বরিষ্ঠ নেতা সুশান্ত ঘোষ,তরুণ রায়,তাপস সিনহা,বিজয় পাল সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত কয়েক মাস ধরেই প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ লেগেছে ইসরাইলের।আর তাতেই গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কারণ প্রথমে ইসরাইলের ওপর প্যালেস্টাইনের হামাসের আক্রমণ।একের পর এক মিসাইল আঘাত।পরবর্তীকালে পাল্টা আক্রমণে দিশেহারা প্যালেস্টাইনের হামাস।এই ঘটনায় ক্ষতবিক্ষত দুই দেশের সম্পত্তি মানুষের জীবন। ইতিমধ্যে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই দুই দেশের যুদ্ধের দিকে।কারণ এতে যেমন ক্ষয়ক্ষতি বাড়ছে তেমনি হচ্ছে প্রাণহানি।এই ঘটনায় ভারতের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে।এই নিয়ে এবার মিছিলে নামলো বামেরা।এই দিন কয়েকশো মানুষ নিয়ে শহর জুড়ে মিছিল করে তারা।মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ,প্রাক্তন জেলা সম্পাদক তরুন রায়,বিজয় পাল সহ রাজনৈতিক ব্যক্তিরা।এদিন মিছিলে ফ্লেক্স,ব্যানারের পাশাপাশি কাগজের পায়রা এবং বেলুন নিয়ে শান্তির বার্তা দেন বামেরা।