Powerlifting Championship: ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 7 টি সোনা পেয়ে জেলার নাম উজ্জ্বল করল মহারুদ্র ব্যায়ামাগারের প্রতিযোগিরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সাত প্রতিযোগী পাঠিয়ে সাতজনই গোল্ড মেডেল নিয়ে এলো ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে যা নিয়ে উৎসাহ শহরের মহারুদ্র ব্যায়ামাগারের।এদিন ক্লাবে তাদের ডেকে সম্বর্ধিত করেন ক্লাবের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এই সাত প্রতিযোগীর মধ্যে এক মহিলা প্রতিযোগী কৃতিত্ব অর্জন করেছে এই জেলার।

সাতটি গোল্ড মেদিনীপুরে

এবার পাওয়ার লিফটিংয়ে জেলার নাম উজ্জ্বল করল মহারুদ্র ব্যায়ামাগারের প্রতিযোগীরা,যা ঘিরে উৎসাহ মেদিনীপুর জেলা জুড়ে।মূলত গত ৩ ই জুলাই থেকে ৭ ই জুলাই পর্যন্ত উজ্জয়নীতে অনুষ্ঠিত হয় ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ।যেখানে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।এই প্রতিযোগিতার গোটা দেশ জুড়ে প্রতিযোগীর সংখ্যা ছিল মোট ২৫০ জন।তবে এই রাজ্য থেকে প্রায় ২২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মেদিনীপুরের প্রথিতযশা ক্লাব মহারুদ্র ব্যায়ামাগারের থেকে পুরুষ মহিলা মিলিয়ে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। যদিও এই চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত মহারুদ্র ক্লাবের সাত প্রতিযোগী বিজিত হন এবং তারা পান সাতটি গোল্ড।যা জেলার এক অন্যান্য নজির। এই সাত প্রতিযোগী হল ৪৪ কেজিতে রিয়া দাস(সাব জুনিয়র ওমেন)৬২ কেজিতে সঞ্জীব দাস (মাস্টার),জুনিয়র ৬২ তে শোভন দেব সাঁতরা, ৬৯ কেজিতে (মাস্টার) চন্দন কর্মকার, ৮৫ কেজিতে(সাব জুনিয়র)ধ্রুব দাস,৯৪ কেজিতে ময়ূখ ভট্টাচার্য(সাব জুনিয়র),১০৫ কেজিতে আদিত্য বিশ্বাস(সাব জুনিয়র)।

তারা ফিরে আসার পর এইদিন তাদের ক্লাব থেকে সম্বর্ধনা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,ক্লাব সভাপতি মলয় রথ,সহ-সভাপতি অর্জুন কুন্ডু,শান্তি কুমার দত্ত, ক্লাব সম্পাদক সৌম্য সরকার, কোচ নব্যেন্দু সেন সহ অন্যান্যরা। এদিন একে একে সাতজন গোল্ড মেডেল পাওয়া চ্যাম্পিয়নদের সম্বর্ধিত করেন উপস্থিত অতিথিবৃন্দ।যদিও এদিন চ্যাম্পিয়নদের সম্বর্ধিত করতে গিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে ক্লাব সভাপতি মলয় রথ বলেন আমাদের ক্লাবের প্রতিযোগীরা যে এই অভাবনীয় সাফল্য এনে দেবে তা আমরা ভাবতে পারিনি।আমরা তাদের খুশিতেই খুশি এই প্রথম এত গোল্ড আমাদের জেলায় এলো। আগামী দিনে ক্লাবের আরও শ্রীবৃদ্ধি হোক এটাই কামনা করি।


Share

2 thoughts on “Powerlifting Championship: ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 7 টি সোনা পেয়ে জেলার নাম উজ্জ্বল করল মহারুদ্র ব্যায়ামাগারের প্রতিযোগিরা

  1. Khele tomra power lifting…..
    Bariye dile moner feeling……
    Diye tomader performance……
    Jitbe tomrai
    Bolche amar six of sence………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in