
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
এখনো মহালয়া হয়নি। পিতৃ তর্পণের অবসান ঘটে নি তবে তার আগেই পূজোর সূচনা হলো গোটা রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে।এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে কয়েকটি পুজো উদ্বোধন হয়।যার মধ্যে মেদিনীপুর শহরের গণপতি নগর সর্বজনীন নবদুর্গা পুজো কমিটির পুজো উদ্বোধন হয়।এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী,পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।এদিন ঢাকঢোল সহকারে বড় পর্দায় দেখানোর মাধ্যম দিয়েই এই পুজোর উদ্বোধন হয়। এই দুর্গা মূলত নটি রূপে বিরাজমান। যা নয় রূপেই তিনি দর্শকদের মাঝে উপস্থিত হবেন।

উল্লেখ্য তবে মেদিনীপুরে এখনো সেই ভাবে পুজো মন্ডপ ও প্রতিমা তৈরি হয়নি।সেই মন্ডপ তৈরি হয়ে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে পঞ্চমী অথবা ষষ্ঠী থেকে।
