পুজোয় মিষ্টি পাবে না শহরবাসী!কি বলছে মিষ্টি ব্যবসায়ীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এবারের পূজোয় কি মেদিনীপুর শহরবাসীর পাতে মিষ্টি থাকবে না,পুজোয় দিতে পারবে না মিষ্টির খাপ!এ রকমই আশঙ্কার কথা শোনালেন মেদিনীপুরের মিষ্টান্ন ব্যবসায়ী। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই মেদিনীপুর মিষ্টান্ন ব্যবসায়ীদের ছানা দিচ্ছে না ছানা ব্যাবসায়ীরা।

তার কারণ হিসেবে ব্যবসায়ীদের মত ছানা প্রতি ৪০ টাকা কেজি এবং দুধ প্রতি আট টাকা কেজি বাড়ানোর হুমকি দিয়েছে ছানা ব্যবসায়ীরা।আর দাম না বাড়ালে তারা ছানা সরবরাহ করবে না মিষ্টি ব্যবসায়ীদের।এই ঘটনায় আশঙ্কায় কাঁপছে মিষ্টি ব্যবসায়ীরা। কারণ ইতিমধ্যে পুজোর মরশুম আর পূজোতে মিষ্টি অপরিহার্য।এই দিন এক সাংবাদিক বৈঠক করে তারা দিন তাদের ক্ষোভের কথা জানালেন।

মেদিনীপুর মিষ্টি ব্যবসায়ী গণেশ মাইতি ও সুকুমার দে সহ সদস্যদের মত ছানা ব্যবসায়ীরা অবৈধ ভাবে এই ছানার দাম এক্সট্রা নির্ধারণ করেছে। যা দিতে পারব না আমরা। আমরা এই বিষয় নিয়ে মেদিনীপুরের প্রশাসনের পাশাপাশি নবান্ন পর্যন্ত যাব, যাতে ছানার দাম না বাড়ানো না হয় অতিরিক্ত।


Share

dnews.in