নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
প্রতিবছরের ন্যায় এ বছরও তিন মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো এলাকার বিশেষ উদ্যোগী কম বয়সী ছেলে শিবু রানা।এই দৌড় প্রতিযোগিতা এবারে পঞ্চম বর্ষে পড়লো। এই দৌড় প্রতিযোগিতায় কচিকাঁচা বড় মিলিয়ে প্রায় ৮২ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।এর সঙ্গে সন্ধ্যাবেলায় এক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে দেড়শ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান,বিধায়িকা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
মালিয়াড়া রামকৃষ্ণ স্পোটিং ক্লাবের উদ্যোগে ও রানা পাড়া স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এ বছরেও তিন মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সাড়ম্বরে মেদিনীপুর শহরের কালগাং এলাকায়।এবছর পঞ্চম বর্ষ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ছোট-বড় মিলিয়ে প্রায় ৮২ জন প্রতিযোগী।এই দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান।এই দৌড়ে প্রথম হয় ঝতিক রানা,দ্বিতীয় অভি রানা।এরপর দৌড় শেষে প্রতিযোগিতা পুরস্কৃত করা হয়।এরই সঙ্গে সন্ধ্যা বেলায় একটি শীতবস্ত্র বিতরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন এলাকার দুস্থ মানুষদের হাতে এই শীত বস্ত্র তুলে দেন বিশিষ্ট অতিথি বৃন্দ।প্রায় দেড় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন এই সন্ধ্যা বেলার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া,প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তী,INTTUC নেতা পার্থ ঘনা,শেখ লিয়াকত,এলাকার পঞ্চায়েত সদস্য, শিক্ষক পিন্টু সামন্ত ও অন্যান্যরা।মূলত এলাকায় মারা যাওয়া শ্যামাপদ সাউ,নজরুল ইসলাম এবং অভিজিৎ রায়ের স্মৃতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এলাকার বিশেষ উদ্যোগী ছেলে শিবু রানা।