Rajabazar Pujo:40 তম তম বর্ষে রাজাবাজার পুজোর এবারে থাকছে নতুন চমক!জাঁকজমক ভাবে খুঁটি পুজো

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর;

শুরু হয়ে গেল পুজোর মরশুম,তবে এখনো হাতে মাস আড়াই তিনেক বাকি। এবারে অন্যান্য দুর্গোৎসবের মত রাজাবাজার দুর্গোপজোতে থাকছে নতুন চমক।প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে গড়ে উঠবে সাবেকি প্রতিমার সঙ্গে থিমের পুজো মন্ডপ।এদিন বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা এবং সাহায্যে খুঁটিপুজো হলো সাড়ম্বরে। এখন অপেক্ষা দুর্গাপুজোর।

রাজাবাজারের খুঁটিপুজো

আর মাত্র তিন মাস, তারপরই বাংলা তথা বাঙালি মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আরাধনায়। তার আগে এখন থেকেই পুজো প্রস্তুতি শুরু করল মেদিনীপুর শহরের রাজাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে ৪০ তম বর্ষ পুজোর প্রস্তুতি শুরু করলো পুজো উদ্যোক্তারা।এদিন বিকেলে পুরোহিত সহকারে রীতিনীতি মেনে খুঁটি পুজো করলেন পুজো উদ্যোক্তারা। এছাড়াও খুঁটি পুজো উপলক্ষ্যে এদিন ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো মন্ডপ প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান,সমাজসেবী সুজয় হাজরা,৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ পানীগ্রাহী, এ.ডি বর্মন,শান্তনু চক্রবর্তী,অনুপ সিং,বিশ্বজিৎ গোপ সহ পুজো কমিটির সমস্ত কর্মকর্তা ও সদস্যরা।পুজো উদ্যোক্তা ইন্দ্রজিৎ পানীগ্রাহী জানান,এবার তাদের পুজো মন্ডপ হতে চলেছে রাজবাড়ী ও মন্দিরের অনুকরণে।প্রতিমা থাকবে সাবেকি।পুজোর বাজেট থাকছে আনুমানিক সাড়ে ১০ লক্ষ টাকা।এবার রাজাবাজারের পুজো নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in