নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
অনুষ্ঠিত হলো এবিটিএ (ABTA)মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা।মূলত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার বার্ষিক সাধারণ সভা ছিল শনিবার। এদিন বিকেলে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত এই সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ।সভার শুরুর মুখে সংগঠনের পতাকা উত্তোলন ও শোক প্রস্তাব উত্থাপন করেন আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া।
এরপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন শাখার সম্পাদক গৌরী শংকর সাহু। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ তারক নাথ ভূঞ্যা। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন এগারো জন প্রতিনিধি। এদিনের সভায় জেলা সম্পাদক জগন্নাথ খান,জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ,মহকুমা সভাপতি সুরেশ কুমার পড়িয়া,সবিতা মান্না,সোনালী সিনহা,নির্মল কুমার প্রামাণিক,সত্যকিংকর হাজরা,অভিষেক দে,বিষ্ণু দে,বাদল দুয়ারী সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব উপস্থিত ছিলেন।