নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
ফেক রেশন কার্ড দিয়ে রেশন দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের কেষ্ট মন্ডলের মতন চুলের মুঠি ধরে জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারীর। পাশাপাশি গেরুয়া নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বাবু বলেন এখন গেরুয়া আতঙ্ক গ্রাস করেছে মুখ্যমন্ত্রীকে।
সম্প্রতি মেদিনীপুরে বেশ কয়েকটি জগধাত্রী পূজা উদ্বোধন এসেছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।ঐদিন তিনি প্রথমে গান্ধী স্ট্যাচু এরপর কেরানীতোলার উত্তরণ এবং পরবর্তীকালে হিন্দু যুবা বাহিনীর পূজা উদ্বোধন করেন।এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন উত্তরে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন।প্রথমে সাংবাদিকরা রাজভবনে ১৪৪ ধারা জারি থাকা সত্বেও তৃণমূল বারে বারে ধর্না দিচ্ছে অথচ বিজেপিকে মিটিং মিছিল করতে গেলে কেন বারে বারে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এই নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু বাবু বলেন এটা নতুন কিছু নয়। গোটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি কে ভয় পায়। তিনি এর সঙ্গে যোগ করে বলেন “ভোগী মমতা ব্যানার্জি গেরুয়াকে ভয় পায়”।খেলোয়াড়দের ড্রেস পোশাক নিয়েও মমতার কটাক্ষ প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন গেরুয়া পোশাক পরে কেন খেলা প্র্যাকটিস করবে।
তার মানে বোঝা যাচ্ছে রাত্রিতে তিনি ঘুমাচ্ছেন না। মুখ্যমন্ত্রী শুধু মোদিজীর আতঙ্ক না,বিজেপিরও না, এর সঙ্গে গেরুয়া আতঙ্ক গ্রাস করে ফেলেছে।পাশাপাশি তিনি বলেন আমার হাতে ১ হাজার ৯০০ ভোটে হেরেছেন এজন্য তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলা হয়।এরপর রেশন দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে শুভেন্দু বাবুর সাফ কথা কে যতক্ষণ না চুলের মুঠি ধরে এদের কে কেষ্ট মন্ডলের মতন জেলে ঢোকানো যাচ্ছে ততক্ষণ শান্তি আসবে না। কারণ রেশন,মিড ডে মিলের সমস্ত খাবার এখন তৃণমূলের নেতাদের পেটের ভেতর।