
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
শুরু হল তানিষ্কের গোল্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম।এর দ্বারা তানিষ্ক নিয়ে এলো যে কোন পুরানো সোনাকে সুক্ষ নতুন ডিজাইন রূপান্তর করার একটি গেটওয়ে অফার। এর ফলে গ্রাহকরা ২২ ক্যারেট বা তার বেশি মূল্যের ভারতে যেকোনো জুয়েলার্সে কাছ থেকে কেনা পুরানো নতুন সোনার ১০০% মূল্য পেতে পারবেন। এই বিয়ের মরশুমে গ্রাহকরা আজই যোগাযোগ করুন নিকটবর্তী তানিষ্কের শোরুমে। এর জন্য কোন অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই।এদিন একটি সাংবাদিক বৈঠক করা হয় মেদিনীপুর তানিষ্কের শোরুমে।যেখানে উপস্থিত হয়েছিলেন বিজনেস এরিয়া ম্যানেজার নিশা আগারওয়াল,রজনী ধান্দনিয়া,অমিত নন্দী প্রমুখ।এই প্রোগ্রাম চলবে ডিসেম্বর ৩১ সে ডিসেম্বর পর্যন্ত।

এইদিন সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বলতে গিয়ে তানিস্কের এরিয়া বিজনেস ম্যানেজার নিশা আগরওয়াল বলেন এখন চলছে বিয়ের মরসুম।আমরা আশাবাদী এই সময় গহনা বিভাগে মানুষের সর্বাধিক চাহিদা থাকে।আমরা আমাদের শোরুমে শুরু করেছি গোল্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম যার দ্বারা যেকোনো গ্রাহক তার জমানো পুরোনো সোনার সর্বোত্তম মূল্য পেতে পারেন নিখুঁত কারুকার্যের সাথে।এই অফার মূলত বিবাহের মরসুমের জন্য একটি স্বচ্ছ প্রসেস।
