নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর শহরের পুজো গুলোর মধ্যে এক ও অন্যতম থিমের পুজো মেদিনীপুর বক্সিবাজারের যুব সম্প্রদায়ের। এবছর এই পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করল।বাজেট প্রায় দুই লক্ষ টাকা। আর এই ২ লক্ষ টাকায় সাজিয়ে তোলা হচ্ছে বাংলা আর বাঙালির থিম আলো-আঁধারের রূপকথা। প্রতিমা তৈরীর পাশাপাশি এখন চলছে মন্ডপ সজ্জার কাজ। বিগত দুবছরে নানারকম থিমের পুজো করে নজর কেড়ে ছিল এই পুজো। কমিটির সভাপতি তাপস মান্না ও সম্পাদক অরিজিত কর্মকার পুজোর এই দিনগুলোতে মন্ডপে আসার আহ্বান জানিয়েছেন জেলা বাসিকে।