নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আজ তৃতীয়া,পুজো শুরু হয়ে গেল বললেই চলে।তবে জেলাগুলোতে তেমনভাবে শুরু না হলেও রাজধানী এলাকাগুলোতে চলছে এখন তুমুল উত্তেজনা,মানুষের ঢল নামছে সন্ধ্যে হলে। তবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পুজো মন্ডপ তৈরির শেষ কাজ চলছে।অন্যদিকে শেষ তুলির টান দেওয়া চলছে প্রতিমাতে।
এবার কালীঘাটের থিম মেদিনীপুর শহরের বটতলা চক-সর্বজনীন দুর্গোৎসব কমিটির।ঠিক যেভাবে কালীঘাটের মা বিরাজ করেন ভক্তরা দিতে যায় পুজো ঠিক সেই আদলেই তৈরি এই পুজো মন্ডপ। এবছর নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।এবারের এই পুজো ৫৭ বছরে পড়লো বাজেট প্রায় ৭ লক্ষ টাকা।
পুজো কমিটির সভাপতি টোটন শাসপিল্লি বলেন পুজোর এই কটা দিন থাকছে নানান ধরনের অনুষ্ঠান। ষষ্ঠী থেকে উদ্বোধন হয়ে যাবে আমাদের মন্ডপের। শহর এবং জেলা সহ রাজ্যের মানুষকে জানাবো আমাদের মন্ডপে আসার জন্য।মন্ডপের সাথে প্রতিমায় থাকছে একটু অন্যরকম আভিজাত্য।