বন্ধুদের সঙ্গে জলে স্নান করতে নেমে মৃত্যু হল মেডিকেল কলেজের ইন্টার্ন এর ! চাঞ্চল্য ফুলপাহাড়ী ড্যাম এলাকায়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর

ফের শিরোনামে মেদিনীপুর শহর সংলগ্ন ফুলপাহাড়ী ড্যাম। মাত্র কয়েক মাসের মাথায় ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এই ড্যাম সংলগ্ন এলাকায়। ঘটনা ক্রমে জানা যায় এদিন মেদিনীপুর মেডিকেল কলেজের কয়েকজন বন্ধুদের সঙ্গে সৌরভ কুমার নামে এক ডাক্তার(ইন্টার্ন )গিয়েছিল এই মেদিনীপুর সংলগ্ন খয়েরুল্লা চকের শেষ প্রান্ত আমতলা ফুল পাহাড়ি ড্যামে।এরপর বন্ধুদের সঙ্গে মজা করার পর স্নান করতে নামে এই পড়ুয়া। কিছুক্ষণ স্নান করার পরই হঠাৎ সে তলিয়ে যায়। জলের গভীরতা বেশি থাকায় তাকে বাঁচাতে পারেনি বাকি বন্ধুরা। এরপরই পুলিশে খবর দেওয়া হয় দৌড়ে আসেন স্থানীয়রা। অবশেষে ঘন্টাখানেক চেষ্টার পর তলিয়ে যাওয়া পড়ুয়াকে জল থেকে তোলা হয়। কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু ঘটে এই মেডিকেল স্টুডেন্টের।এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও এই ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে গুড়গুড়ি পাল থানার পুলিশ। মূলত পোস্টমর্টেম করার পরেই আসল ঘটনা জানা যাবে। এই সৌরভ কুমারের বাড়ি বিহারে বলে সূত্র অনুযায়ী জানা যায়। প্রসঙ্গত এই নিয়ে দুটো মর্মান্তিক ঘটনা ঘটলো এলাকায়। সম্প্রতি মাস খানেক এখানে দুই ডাক্তার পড়ুয়া প্রেম করতে গিয়ে আক্রান্ত হয়েছিল কয়েকজন দুষ্কৃতীদের দ্বারা।ঝড় জলের সময় প্রেমিকাকে তুলে নিয়ে গিয়েছিল ও দুষ্কৃতীরা হবু পড়ুয়া ডাক্তারকে মারধর করে। যদিও সেই ঘটনায় জেলা পুলিশ একটি পদস্থ আধিকারিক টিম তদন্ত নামে এবং গভীর রাতে উদ্ধার করা হয় ওই তরুণীকে।অন্যদিকে চিকিৎসাধীন ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।সেই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে সাজাও দিয়েছিল পুলিশ। যদিও সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তবে তার মধ্যে ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। যদিও এ ঘটনায় কোনরকমই উত্তর দিতে চাননি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

শেখ নওশাদ নামে এক স্থানীয়র মতে আমরাও মানুষের মুখে খবর পেয়ে দৌড়ে এসেছি।এখানে পুলিশ আমাদের নামতে বলেছে এবং পড়ুয়াকে তুলতে বলেছে। যদি আমাদের কয়েকজন স্থানীয় নেমে পড়ুয়াকে তুলেছে। তবে দেখে মনে হচ্ছে পড়ুয়ার বেঁচে নেই।যা দেখেছি এবং শুনেছি তা হলো কয়েকজন বন্ধুর সঙ্গে এই পড়ুয়া এসেছিল স্নান করতে।

যদিও এক পুলিশ আধিকারিক এর মতে ওই মৃত পড়ুয়া তার বন্ধুদের সঙ্গে মূলত স্নান করতে গিয়েছিল ওই সংশ্লিষ্ট এলাকায়। সেখানে স্নান করার সময় কোনো কারণে জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায়। তবে পুরো ঘটনার খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।


Share

dnews.in