Dalmia project: প্রজেক্টের সঙ্গে গ্রামের মহিলাদের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে ডালমিয়া!শেখাচ্ছে মাদুর তৈরি

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনী :

এবার লোধা শবর আদিবাসী অধ্যুষিত গ্রামে নিজেদের ব্যবসা বাড়ানোর সঙ্গে সঙ্গে এলাকার মহিলাদের স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে ডালমিয়া সিমেন্ট কোম্পানি।গ্রামের মহিলাদের মাদুর তৈরির প্রশিক্ষণ দিচ্ছে নিজেদের সেন্টারে আর তাতেই প্রশিক্ষণের সঙ্গে এক্সট্রা করে ঘর সংসার চালানোর পথ দেখাচ্ছে তারা। আর তাতেই স্বনির্ভর হচ্ছে জঙ্গলমহল মেদিনীপুর সহ শালবনীর প্রত্যন্ত এলাকা।

গত ২০১৪ সালের মেদিনীপুর বিধান সভার বর্ডার গোদাপিয়াশালে পথ চলা শুরু হয়েছিল ডালমিয়া সিমেন্ট কোম্পানির।এরপর কেটে গেছে মাঝখানে নটা বছর।তবে শুধু ব্যবসা করার লক্ষ্যে নয়,ব্যবসার সঙ্গে এলাকার লোধা,শবর,আদিবাসী,মাহাতো,কুড়মি অধ্যুষিত এই কয়েকটি গ্রামে নতুন করে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে এই ডালমিয়া কোম্পানি।তারা এলাকার যেমন নদীর পাড় বাঁধানো,রাস্তা তৈরি করা,হাট তৈরি করে দেওয়ার সঙ্গে এলাকার শিক্ষিত যুবক,যুবতীদের কম্পিউটারের শিক্ষিত করার সঙ্গে মাদুর তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছে।

মূলত এলাকার গরীব দুঃস্থ এই অনগ্রসর সম্প্রদায়ের মহিলাদের অর্থনৈতিক দিক দিয়ে সাবলম্বী করার জন্য এই প্রশিক্ষণ।দফায় দফায় কয়েকশো মহিলাকে তারা স্বনির্ভর করে তুলছে।এরই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থ।বাড়ির সংসার কাজ সামলে মহিলারা যোগ দিচ্ছেন সেই প্রশিক্ষণে এবং সংসারে খরচা যোগানোর সঙ্গে তারা স্বাবলম্বী এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে উঠছে।যদিও তাদের তৈরি করা মাদুর শুধু জেলা রাজ্য নয়,দেশ-বিদেশও ছড়িয়ে যাচ্ছে তাদের হাত ধরে।

এ বিষয়ে প্রজেক্ট এর কর্মকর্তা শ্যামসুন্দর সুর বলেন শুধু ব্যবসার খাতিরে নয়,আমরা এলাকার মানুষের উন্নয়নে বদ্ধপরিকর।আমরা শুধু গ্রামের তরুণ তরুণী,কিশোর কিশোরী বা শিক্ষিত যুবক নয় এরই সঙ্গে গ্রামের মহিলাদেরও স্বনির্ভর করে তুলেছি।আমরা চাইছি এলাকায় তারা পুরুষের পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠুক এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বনির্ভর হয়ে উঠুক।

প্রসঙ্গত ডালমিয়া সিমেন্ট কোম্পানি ভারত লিমিটেডের শালবনির বেঙ্গল সিমেন্ট ওয়ার্কসের ডালমিয়া ভারত ফাউন্ডেশনের এই কর্মসূচিতে মোট ৩৯ গ্রামের ৫৩২৯টি পরিবারের ২৬ হাজার ১৬৭ জন উপকৃত হয়েছে।তাদের কাজ গুলি হল লাইভলিহুড,সোশ্যাল ডেভলপমেন্ট,HP WOW, climate action প্রভৃতি।


Share

dnews.in