নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ‘তৃণমূল ক্যান্ডিডেট জুন মালিয়া’নিজেই এই বার্তা দিলেন খোদ বিধায়িকা জুন মালিয়া।এরই পাশাপাশি তিনি পুরনো তৃণমূলীদের নিয়ে এক বিজয়া সম্মিলনীতে মেতে উঠেন এবং বলেন প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ যথেষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।তবে ভয়ঙ্কর খেলা হবে লোকসভা ভোটে।
পুজোর পরই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনে এবারে মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছে বিধায়িকা জুন মালিয়া।এরকমই খবর শোনালেন খোদ নিজেই মঞ্চ থেকে।মূলত এদিন ছিল তৃণমূলের এক বিজয়া সম্মেলনী যেখানে তৃণমূল বিধায়িকা তৃণমূল কর্মীসহ ডেকেছিলেন পিছিয়ে থাকা,ঘরে বসে থাকা পুরনো তৃণমূল কর্মী নেতৃত্ব এবং সংগঠকদের।এদিন তিনি অনুষ্ঠানের মঞ্চ থেকে তাদের সম্বর্ধনা জানান এবং গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ২০২৪ এর লোকসভা নির্বাচনে একসাথে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্ন ছিল এবার তাহলে লোক সভায় দিদির প্রথম পছন্দ জুন মালিয়া! যদিও এ বিষয়ে জুন মালিয়া বলেন আমরা দলের কর্মী।দিদি যাকে দায়িত্ব দেবে তারই হয়ে আমরা রাজনৈতিকভাবে প্রচারে নামব।তবে দিলীপ ঘোষ চ্যালেঞ্জ করেছিলেন যে তৃণমূলের যে কোন ক্যান্ডিডেট কে জিতে দেখানোর এ বিষয়ে জুন মালিয়া বলেন উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।তবে ২৪ এর লোকসভায় খেলা হবে এবং সেই খেলা হবে ভয়ংকর।