নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর শহরে ম্যাক্স ফ্যাশনের শুরু হয়েছে ম্যানিয়া সেল।যেখানে ছোটদের জন্য জামাপ্যান্ট পাবেন ৯৯ টাকায়।এছাড়াও মহিলা পুরুষ সহ কলেজ পড়ুয়াদের জন্য ১৯৯ টাকায় জামা,কুর্তি, টিশার্ট পাবেন।এই অফার শুরু হয়েছে, চলবে কয়েকদিনের জন্য।সকাল থেকেই মলে ভিড় জমাচ্ছে টিন-এজ সহ গৃহ বধূরা।
চৈত্র সেল গিয়েছে,বছরের প্রথম দিন বাংলার বৈশাখ মাসের পোশাকেরও সম্ভার গিয়েছে,তবে এখন চলছে সিজন সেল।সে ক্ষেত্রে অন্যান্য শপিংমল কে পিছনে ফেলে দিয়ে নতুন পোশাকের সম্ভার নিয়ে এসে অফার দিল মেদিনীপুর শহরের ম্যাক্স ফ্যাশন।এই Max Fashion নিয়ে এসেছে এই Season Sale এ আকর্ষণীয় ছাড়। যেখানে আপনার পছন্দের বাচ্চা পুরুষ এবং মহিলাদের ড্রেস মাত্র ৯৯ টাকা থেকে পাবেন।তাছাড়াও রয়েছে upto ৫০% off পোশাকের উপর।তাই আর দেরি না করে চলে আসুন Max Fashion এবং ক্রয় করুন আপনার পছন্দের জিনিস।এছাড়াও Flat ৯৯,১৯৯,২৯৯,৩৯৯ এবং ৪৯৯ টাকায় আকর্ষণীয় ড্রেস পাবেন।এরই পাশাপাশি গ্রাহকদের জন্য ৩০% off ৫০% off এছাড়াও Brand এর ওপর রয়েছে up to ৬০% off এবং buy ১ get ১ free, buy ২ get ২ free।আমাদের ব্র্যান্ড গুলির মধ্যে হলো Flying machine,Buy২ get২ free,Integriti- Buy৪ & ৬০% off,John players- Buy২ get২ free,Basics– Buy ৩ & More ৫০% off,Kappa– Buy২ ৪০% off
এক্ষেত্রে এদিন ম্যাক্স ফ্যাশনের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ছোট ছোট কচিকাঁচাদের যেমন পোশাকের ছাড় রয়েছে এবং ৯৯ টাকায় পোশাক পাওয়া যাচ্ছে ঠিক তেমনি বড়দের বিশেষ করে কলেজ পড়ুয়া টিন এজ ও গৃহবধূদেরও পোশাকে অফুরন্ত ছাড় দেওয়া হয়েছে। এদিন ম্যাক্স ফ্যাশনে কর্তৃপক্ষ থেকে দেরি না করে তাড়াতাড়ি শোরুমে চলে আসার আবেদন করা হয়।