Bjp Nomination:দিলীপ সৌমেন্দু সহ তিন সাংসদ কে নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভজিৎ!গাড়ি সওয়ারি দিলীপ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

শাসক দলকে কিছুটা পিছনে ফেলে প্রচারের পাশাপাশি এবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী।এদিন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ,সাংসদ সৌমেন্দু অধিকারী ও জ্যোতির্ময় সিং মাহাতো কে নিয়ে হুডখোলা গাড়িতে হাত নাড়তে নাড়তে মনোনয়ন জমা দিয়ে আসেন মেদিনীপুরের উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।

দিলীপ ঘোষ কে নিয়ে মনোনয়ন জমা

দিলীপ সৌমেন্দু সহযোগে মনোনয়ন জমা দিতে হল মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।মূলত মেদিনীপুর উপ-নির্বাচনে মনোনয়ন পর্ব শুরু হয়েছে ১৮ ই অক্টোবর থেকে।আর সেই মনোনয়ন পর্ব শুরু হওয়ায় শাসক দলকে কিছুটা পিছনে ফেলেই প্রথমেই জমা দিলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।এদিন তিনি নমিনেশন জমা দেওয়ার আগে এক প্রস্থ সিদ্ধেশ্বরী কালী মন্দির পুজো দেন।এরপর মেদিনীপুর শহরে বটতলা কালীমন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।বর্ণাঢ্য মিছিল সহযোগে এই মনোনয়ন জমা দিতে তার সঙ্গে সারথি হয়েছিল বিজেপির সর্বভারতীয় নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ,সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও সৌমেন্দু দে।এরই পাশাপাশি কয়েকশো বিজেপি কর্মী সমর্থক সহ ঢাক ঢোল তাসা পিটিয়ে রীতিমতো হুড খোলা গাড়িতে চড়ে তিনি মনোনয়ন জমা দিতে আসেন জেলার নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির কাছে।

মনোনয়ন জমা দিতে এসে দিলীপ ঘোষ বলেন,”আজকে আমাদের মেদিনীপুরের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী বান্টির মনোনয়ন জমা দিতে এসেছি আমরা।মূলত গোটা রাজ্যজুড়ে যে খুন ধর্ষণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে সেটাই আছড়ে পড়বে এই ভোটে। আমাদের সমস্ত রাজনৈতিক দল কর্মী সমর্থকরা রয়েছে আমাদের প্রার্থী কে জেতানোর জন্য। এরই সঙ্গে মেদিনীপুর পৌরসভার যে দুর্নীতি রয়েছে সেই কথাও আমরা প্রচার করব এই ভোটে। ভোটের পরিস্থিতি নিয়ে তিনি বলেন আমরা শহরে এগিয়ে রয়েছি কিন্তু গ্রামীনে আমাদের প্রভাব কম আমরা চেষ্টা করব গ্রামের গ্রামে প্রচারের মাধ্যমে এই উপনির্বাচনে জিততে।

যদিও সেদিন মনোনয়ন জমা দিয়ে জেতার ব্যাপারে ১০০ % আশাবাদী বলে জানালেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in