কার্নিভালের শেষ প্রস্তুতি!চলছে আলপনা আঁকা সঙ্গ দিয়েছে বিভিন্ন সংস্থার লোকজন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

আর কিছুক্ষণ এর পরেই জঙ্গলমহলে শুরু হবে পুজোর কার্নিভাল। মূলত এবছর পুজো কার্নিভাল দ্বিতীয় বছরে পদার্পণ করল। মোট ১৮ টি পুজো কমিটিদের নিয়ে এই কার্নিভাল হতে চলেছে পশ্চিম মেদিনীপুর শহর জুড়ে।এই কার্নিভালের আয়োজন করা হয়েছে বটতলা চক গোলকুঁয়া চক এলাকায়। মূলত এই কার্নিভালে বিভিন্ন মন্ডপ তার বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মঞ্চের কাছ থেকে পার হবে এবং তাতেই শ্রেষ্ঠ মন্ডপদের স্বীকৃতি দেবে এই কমিটি।

এই কমিটিতে বিধায়ক,সাংসদ,চেয়ারম্যানসহ থাকছেন মন্ত্রীরা।এছাড়াও জেলার পুলিশ সুপার,জেলাশাসক থাকছেন এই মঞ্চে।এই পুজো কমিটি গুলো তাদের প্রতিমা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বটতলা থেকে গোলকুঁয়া চক,এরপর সোজা ধর্মা হয়ে গান্ধী ঘাটে নিরঞ্জনের জন্য হাজির হবে। এখন চলছে তার শেষ প্রস্তুতি।বড় বড় আলপনা আঁকার পাশাপাশি মঞ্চ প্রস্তুত করে ফেলছেন উদ্যোক্তারা


Share

dnews.in