Ghatal SIR Form:SIR ধরিয়ে দিল স্বামীর কীর্তি!যুবক ফিরে এলেন বাড়িতে কিন্তু একা না?

Share

ঘাটাল 29 সে নভেম্বর:

বেশ কয়েক বছর ধরে বেপাত্তা স্বামী। তাঁর জন্য ঘাটালের বাড়িতে অপেক্ষায় ছিলেন স্ত্রী-সন্তানরা। এসআইআর হদিশ দিল যুবকের। তবে শুধু যুবকের খোঁজ মিলছে তা নয়, প্রকাশ্যে তাঁর দ্বিতীয় সংসারও! বিষয়টা জানাজানি হতেই অদ্ভুত আবদার বেপাত্তা যুবকের। একইসঙ্গে দুই স্ত্রীর সঙ্গেই সংসার করতে চান তিনি!

SIR ধরিয়ে দিল স্বামীর দ্বিতীয় সংসার।যা নিয়ে হুলুস্থুলস।সংবাদ সূত্র অনুযায়ী জানা যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কিশোর চকের বাসিন্দা কার্তিক মাইতি।প্রথম স্ত্রী মৌসুমী ও দুই সন্তানকে নিয়ে হায়দরাবাদে থাকতেন তিনি। সুখেই কাটছিল জীবন। বছর সাতেক আগে স্ত্রী ও সন্তানদের ঘাটালের বাড়িতে রেখে যান কার্তিক। প্রথমদিকে সমস্যা ছিল না। তবে বছর ছয়েক আগে আচমকা পরিবারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন কার্তিক। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও কোনও লাভ হয়নি। তারপর পেরিয়ে গিয়েছে এতগুলো বছর। তবে কার্তিকের অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী। সম্প্রতি রাজ্যে শুরু হয়েছে এসআইআর। সেই এসআইআরের ফর্ম পূরণ করতে গিয়েই এই বধূ জানতে পারেন, সোনারপুর থেকে ফর্ম পূরণ করেছেন কার্তিক।কার্তিকের হদিশ পেতেই সোনারপুরে হাজির হয় মাইতি পরিবার।

সেখানে গিয়ে তো চক্ষুচড়ক গাছ!তিনি দেখেন,বিয়ে করে ফের সংসার পেতেছেন কার্তিক। রয়েছে সন্তানও। সব মিলিয়ে এক হুলুস্থুলস পরিস্থিতি।অবশেষে দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে সঙ্গে গ্রামের বাড়িতে ফিরেছেন কার্তিক।তাঁর ইচ্ছে, দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে সংসার করবেন।যদিও তা মানতে নারাজ প্রথম স্ত্রী। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন কার্তিক? তিনি নিজেই বলেন, “বিবাহিত হয়েও নতুন করে প্রেমে পড়ি। পরকীয়ায় জড়িয়ে বিয়েও করে নিই। কিন্তু লোকলজ্জার ভয়ে কারও সঙ্গে যোগাযোগ করিনি।আমি দুজনকে নিয়েই থাকতে চাই।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in