
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিটি।পুরুষ মহিলা মিলেয়ে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এই শিবিরে।এই রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা আইনজীবী সুকুমার পৈড়া সহ বিশিষ্টজনেরা। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করলেন কাউন্সিলর মৌ রায়।

গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিটি,সহযোগিতায় মেদিনীপুর পৌরসভা।মূলত বছরের বাকি সব কটি মাসের থেকেই গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা তুঙ্গে থাকে হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে।এ সময় রক্তের সংকটের জন্য মুমূর্ষ রোগীর ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যায়।সেই চাহিদা পূরণেই এবার এই দিন এই রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিটি।এইদিন বিধান নগর খেলার মাঠে এই শিবিরে উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মানুষ জনেরা।এবারের এই শিবির পড়লো ১৮ তম বর্ষে।সারাদিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে উৎসাহ উদ্দীপনার সাথে প্রায় শতাধিক পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্ত দিলেন। এই শিবিরে সারাদিনব্যাপী এই কর্মসূচিতে লেগে থাকলেন সুবি রানা,রুমা প্রামাণিক, অঞ্জলি সোম,আরতি জানা,শিবানী দাস,শুক্লা সিং সহ অন্যান্যরা।এই রক্তদান শিবিরে সারাদিনব্যাপী মূল তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মেদিনীপুরের পাঁচ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়।

এদিন ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় বলেন সকলের চেষ্টায় সকলের সহযোগিতায় আমরা এই ধরনের বৃহৎ কর্মসূচি অংশগ্রহণ করতে পেরেছি।আমরা চাই সকল মানুষ ভালো থাকুক।তবে গ্রীষ্মকালীন সংকটে সময় আমরা এই ব্লাড ব্যাংকের আয়োজন করে নিজেরা খুব গর্বিত মনে করি।কারণ রক্তদান শিবিরের মধ্য দিয়ে একজনের মানুষের পাশে একজন মানুষের থাকা যায়।এবছর ১৮ তম বর্ষে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করবেন এই শিবিরে বলে আমার মত।