Blood Camp:পৌরসভার উদ্দেশ্যকে সফল করতে ময়দানে সৌরভ বসু!উৎসবের মেজাজে রক্তদান শিবিরে 9 নং ওয়ার্ডে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর পৌরসভার আয়োজনে একে একে প্রতিটি ওয়ার্ডে চলছে গ্রীষ্মকালীন রক্তদান শিবির।এদিন উৎসবের আমেজে রক্তদান শিবিরের আয়োজন করা হলো মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কর্নেল গোলাতে।এই শিবিরে বিশিষ্ট জনের উপস্থিতিতে পুরুষ মহিলাদের ঢল দেখা গেল স্বেচ্ছায় রক্তদান করতে।পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু ও তার দলবল।

গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট অব্যাহত মেদিনীপুর জেলা শহরে ব্লাড ব্যাংক গুলিতে।আর এই সময়ে দুর্ঘটনা,থ্যালাসেমিয়া পেশেন্ট,প্রসূতি মায়েদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়।সেই প্রয়োজনকে সামনে রেখে মেদিনীপুর পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এক মাস ব্যাপী মেদিনীপুরের মোট ২৫ টি ওয়ার্ডেই প্রতিদিনই রক্তদান শিবিরের।এক নং ওয়ার্ড থেকে শুরু হওয়া রক্তদান শিবিরে এদিন ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো সেই ক্যাম্প।এইদিন মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকায় সৌরভ বসুর উদ্যোগে মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় এই শিবির হল উৎসবের মেজাজে।পুরুষ মহিলা মিলিয়ে লম্বা লাইন দেখা গেল সকাল থেকেই।একে একে সবাই রক্ত দিলেন এই শিবিরে।

এই শিবিরকে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহরে স্বনামধন্য কাউন্সিলর এবং বিশিষ্ট মানুষজনেরা।জাতি ধর্ম নির্বিশেষে কয়েক শতাধিক রক্তদাতা এই রক্ত দিলেন স্বেচ্ছায়।পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু ওরফে বিপ্লব বসু সহ তার টিম।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একে একে সবাই সৌরভ বসুর ভুয়সী প্রশংসা করেন এই দিন।যদিও শেষ পর্যন্ত ২০৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।

প্রসঙ্গত উল্লেখ্য,গত রবিবার ঌ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।এইদিন প্রায় ১২০ জন ছাত্র এবং ছাত্রীকে সম্মাননা জ্ঞাপন করা হয়।প্রথমে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মেদিনীপুর শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রার্থনা নন্দজি মহারাজ,এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ সুশান্ত দলুই,অধ্যাপক ডঃ আশিস দণ্ডপাঠ,শিক্ষক শ্রী অরূপ ভূঁইয়া,শিক্ষক মিহির কুমার বাগ,গৌতম ডোগরা, শিক্ষিকা স্বাথী বন্দ্যোপাধ্যায়, অর্পিতা সেন,শিক্ষিকা সুতপা বসু,অবসরপ্রাপ্ত শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভূঁইয়া, অনুপম দে,অলক কুমার দাস প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঌ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অনুষ্ঠানের মুল উদ্যোক্তা সৌরভ বসু,

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু বলেন,”এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর পৌরসভা থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যাতে প্রতিটি ওয়ার্ডে একদিন করে রক্তদান শিবির করা হয়।সেই উদ্দেশ্য মত আমরা শিবির করে প্রায় কয়েক হাজার রক্তের বোতল তুলে দিয়েছে।আমাদের পৌর সভার উদ্দেশ্যই হলো মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা।সেই সচেতনতার বার্তা নিয়ে আজকে রক্তদান শিবির।যেখানে প্রায় কয়েক শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in