
নিজস্ব প্রতিনিধি,শ্যামপুরা:
কয়লা বোঝায় গাড়ির পেছনে ট্রাকের সংঘর্ষ!দীর্ঘক্ষণ গাড়ির মধ্যেই আটকে থাকলো চালক।পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হল গাড়ির চালক,পাঠানো হলো হাসপাতালে। যদি ওই ঘটনার পর পুলিশ এসে ক্রেন দিয়ে এই দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে সরিয়ে দেয়।

ফের জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা।যদিও দুর্ঘটনার পর গাড়ির মধ্যেই আটকে থাকলো চালক। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহত গাড়ি চালককে উদ্ধার করে পাঠানো হলো চিকিৎসার জন্য। ঘটনাক্রমে জানা যায় সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরাতে কয়লা বোঝাই গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি খালি লরি গাড়ি।এই দুর্ঘটনায় আহত হন লরি গাড়িতে থাকা দুজন।যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।জানা গিয়েছে আসাম থেকে কয়লা বোঝাই করা একটি গাড়ি অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সময় খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে একই দিকে যাওয়া একটি খালি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সামনে এই ট্রাক টিকে পেছনে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় গুরুতর আহত হন লরি গাড়িতে থাকা দুজন।দুমড়ে যায় খালি লরি গাড়িটির সামনের অংশ।বেশ কিছুক্ষণ ধরে গাড়ির মধ্যেই আটকে থাকেন লরি গাড়ির চালক।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় গাড়ির মধ্যে আটকে থাকা ওই চালককে।এরপর চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।জাতীয় সড়কের উপর পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।