Surangana Academy: সুরাঙ্গনা মিউজিক একাডেমির দ্বিতীয় বর্ষেয় কবি প্রণাম অনুষ্ঠান

Share

নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর:

“সুরাঙ্গনা মিউজিক একাডেমির”পরিচালনায় মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো”অন্তরে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল”শীর্ষক কবি প্রণাম অনুষ্ঠান।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধক সংগীত গুরু জয়ন্ত সাহা।”

এইদিন উপস্থিত ছিলেন উপস্থিত ত্রিনাথ চক্রবর্তী, কিষাণ ঘটক,রমাময়ী চক্রবর্তী ও বাণী ঘটক।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা।আমন্ত্রিত স্বনামধন্য বিশিষ্ট অতিথি বর্গ সম্মানিত হন এদিনের সংগীত সন্ধ্যায়।উপস্থিত ছিলেন কবি নির্মাল্য মুখোপাধ্যায়,সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া মনিকাঞ্চন রায়,নরসিংহ দাস,সংগীতশিল্পী সংঘমিত্রা দাস,সবিতাবব্রত রায়,দীপেশ দে,আবৃত্তি শিল্পী মৈথিলী ঘোষ,পাপিয়া মন্ডল,কুমারেশ দে,পায়েল সামন্ত, নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য,সাংস্কৃতিক কর্মী সৌরভ রায়,অরিজিৎ সিনহা,কৃষ্ণদীপ সাউ,শ্রাবনী কর,তাপস জানা,জয়ন্ত মন্ডল।দর্শক আসনে অভিভাবক অভিভাবিকা সহ শহরের সংস্কৃতি প্রেমী বহু মানুষ এই দিন অনুষ্ঠান গৃহটিকে পরিপূর্ণ করে তুলেছিলেন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্র সংগীত ও নজরুল গীতির প্রথিতযশা সংগীত শিল্পীদের নামে নামাঙ্কিত বিভিন্ন বিভাগের সংগীত পরিবেশন।

শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেয় কনিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র,সুমিত্রা সেন,সুবিনয় রায়,মানবেন্দ্র মুখোপাধ্যায়,শ্রাবনী সেন, সাগর সেন,দেবব্রত বিশ্বাস, ফিরোজা বেগম নামে নামাঙ্কিত সংগীত বিভাগ গুলিতে।অনুষ্ঠানটির পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ছিলেন সুরাঙ্গনা মিউজিক একাডেমির অধ্যক্ষা বনশ্রী ঘটক চক্রবর্তী।সার্বিক সহযোগিতায় ছিলেন রাজেশ চক্রবর্তী।এই দিন সময় বাংলা টিভি ও সুরাঙ্গনা মিউজিক একাডেমীর ফেসবুক পেজে থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ও সঞ্চালক অর্ণব বেরা।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অধ্যক্ষা বনশ্রী ঘটক চক্রবর্তী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in