![](http://dnews.in/wp-content/uploads/2023/10/IMG_9966-1024x576.jpg)
D নিউজ স্পেশাল:
এই মানব জাতির সবচেয়ে ভয়ংকর রোগের নাম হল ক্যান্সার।এক কথায় যাকে বলে NO Answer কিন্তু এই ক্যান্সার রোগের টিকা এখন বহু জায়গায় আবিষ্কার করার চেষ্টা চলছে।বহু গবেষক গবেষণাগারে চালিয়ে যাচ্ছেন এই টিকা আবিষ্কার করার এবং রোগের ঔষধ আবিষ্কার করার। মাঝে মাঝে আমরা বিভিন্ন সংবাদপত্র টিভি চ্যানেলেও দেখি বা শুনি যে ক্যান্সারের ওষুধ নাকি আবিষ্কার হয়েছে কিন্তু বাস্তবে এখনো অমিল।এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো এক কিশোর।তার দাবি তার সাবান মাখলেই মুক্তি ঘটবে ক্যান্সার নামক এই মারন রোগের।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-07-at-11.21.30-PM-e1696702129530-1024x804.jpeg)
সংবাদ সংস্থা সূত্র অনুযায়ী জানা যায় বিশ্বের অন্যতম দেশ আমেরিকা।এই আমেরিকার ভার্জিনিয়ার আন্নানডালের বাসিন্দা হেম্যান বেকলে।মাত্র ১৪ বছরের এই হেম্যান বেকলে একটি সাবান আবিষ্কার করেছে।সে দাবি করেছে ক্যান্সার আক্রান্ত দেহে এই সাবান মাখলে মুক্তি মিলবে। দূর হবে মারন রোগ ক্যান্সার।এর দাম ০.৫০ ডলার যা ভারতীয় মুদ্রা হিসেবে মাত্র ৪২ টাকা হতে পারে। আমেরিকান সংস্থা ৩ এম তার এই আবিষ্কারে তাকে স্বীকৃতি প্রদানও করেছে।এই আবিষ্কারের হেম্যানের মেন্টর মাফুজা আলী দাবি করেন এটা এক যুগান্তকারী আবিষ্কার,যা অতীতে কখনো ঘটেনি। আর চিন্তা নেই এবারেই ক্যান্সার নির্মূল হতে চলেছে বলে মনে করছে সাধারণ মানুষ।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-14-at-10.31.29-PM-1024x282.jpeg)