Insaaf Yatra :1 টাকার চা কারো কাছে খাননি কিন্তু পাহাড়,গরু,বালির টাকা খেয়েছেন মুখ্যমন্ত্রী!মেদিনীপুরে কটাক্ষ মীনাক্ষীর

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ইনসাফ যাত্রার তেত্রিশ দিনে মেদিনীপুরে পৌছলো মীনাক্ষী মুখার্জির দল বল। এদিন পঞ্চুর চক সভা মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে তীব্র ভাষায় কটাক্ষ করেন।প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা খাওয়া নিয়ে।তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খেয়েছেন এই রাজ্য থেকে জমি,বালি,পাহাড় এবং গরু বিক্রি করে।

ইনসাফ যাত্রা

মেদিনীপুরে ইনসাফ যাত্রায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গ তৃণমূল নেতা মন্ত্রীদের একহাত নিলেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি।মূলত এই যাত্রার ৩৩ দিনে মেদিনীপুরে পৌঁছেছেন এই নেত্রী।মেদিনীপুর শহরের পঞ্চুর চকে সভামঞ্চ করা হয়েছিল আগে থেকেই।সন্ধ্যেবেলায় ইনসাফ যাত্রা পৌঁছানোর পরই মঞ্চে ভাষণ রাখেন এই সভানেত্রী।তিনি মঞ্চে নির্দিষ্ট স্বভাব সিদ্ধ চাঁছাছোলা ভাষায় তিনি এই দিন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় কটাক্ষ করেন।মুখ্যমন্ত্রীর কারো কাছে চেয়ে এক টাকা চেয়ে চা খাওয়া প্রসঙ্গে মীনাক্ষীর কটাক্ষ “তিনি বলছেন কোনোদিন কারো কাছে ১ টাকা চেয়ে চা খায়নি অথচ সেই মুখ্যমন্ত্রী ছবি এঁকে কোটি কোটি টাকা খেয়ে ফেলেছেন।

এই মুখ্যমন্ত্রী এক টাকার চা খাননি অথচ বালি,কাঁকর,জমি,পাহাড় সমস্ত টাকা তিনি নিজে তার মন্ত্রী পার্থ অনুব্রতর মাধ্যমে খেয়েছেন।গরু পাচারের কোটি কোটি টাকা তিনি খেয়েছেন কেবলমাত্র সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে। বাড়িতে এক্সেলেটর সিঁড়ি এবং ঝাড়বাতি বসিয়েছেন সেই টাকায় অথচ ঢাকঢোল পিটিয়ে বলছেন তিনি কারো কাছ থেকে এক টাকার চা পর্যন্ত খাননি। এখন আমাদের সময় হয়েছে,ওই খেয়ে খেয়ে বেড়ে ওঠা ভুঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা বার করার।

প্রসঙ্গত উল্লেখ্য এইদিন মীনাক্ষী মুখার্জী তার পদযাত্রার মধ্য দিয়েই এই মঞ্চে এসেছিলেন।এরপরে মঞ্চ শেষ করে তিনি পদযাত্রার মধ্য দিয়ে রাত্রে বিশ্রাম নিয়ে আগামীকাল রওনা দিবেন পরের জেলা পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে।এরপর আগামী ৭ই জানুয়ারি এই পদযাত্রা গিয়ে পৌঁছাবে ব্রিগেডের মঞ্চে।যেখানে বক্তব্য রাখবেন বাম নেতৃত্ব সহ মীনাক্ষী মুখার্জি খোদ নিজে।


Share

dnews.in