Bijaya Sammilani of DCCI : পশ্চিম মেদিনীপুর DCCI এর বিজয়া সম্মিলনীও প্রাক্ দীপাবলী পালন!দুই সাঁতারু কে সম্বর্ধনা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

কালীপুজো প্রাক্কালে শুভ বিজয়ার মিষ্টিমুখে মেতে উঠলো পশ্চিম মেদিনীপুর ব্যবসায়িক সংগঠন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এদিন নাচা গানা অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রাক দীপাবলিও পালন করা হয়।এরই সঙ্গে দুই সাঁতারুকে দেওয়া হলো সম্বর্ধনা।

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিজয়া সম্মিলনী এবং প্রাক্ দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের গণপতি বসু স্মৃতি উদ্যানে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়লি থানার আই সি আতিবুর রহমান,বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজয় হাজরা,সংস্থার সভাপতি বজরংলাল আগরওয়াল, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সাহা,সাধারণ সম্পাদক চন্দন বসু,সহ-সভাপতি বিষ্ণু প্রকাশ সাউ,কোষাধ্যক্ষ বিনীত আগরওয়াল,সহ-সম্পাদক সঞ্জীব রায়,সিদ্ধার্থ ঘোষ,কার্যকরী সমিতির সদস্য অনুপ সিংহ,সুতীর্থ সাউ, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চ্যাটার্জি প্রমুখ।

এই অনুষ্ঠানে মেদিনীপুর সুইমিং ক্লাবের দুই সাঁতারু অনন্যা বেরা এবং আফরিন জাবিকে সম্প্রতি মুর্শিদাবাদে অনুষ্ঠিত রাজ্যব্যাপী মহিলা-পুরুষ উভয়েরই অংশগ্রহণে ৭৭ তম ওপেন ওয়াটার লং ডিস্টেন্স সুইমিং কম্পিটিশনে ৮ম ও ১০ম স্থান এবং মহিলাদের মধ্যে ১ম ও ২য় স্থান অধিকারের কৃতিত্বের জন্য সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে চেম্বার অফ কমার্সের সভাপতি বজরংলাল আগরওয়ালকে স্মৃতিকণা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সহ-শিক্ষিকা সুমিতা সিংহ এবং অন্যান্য শিক্ষিকারা ঐ বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করার জন্য শ্রী আগরওয়ালের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অন্যদিকে বিশিষ্ট তরুণ শিল্পী সৈকত চৌধুরী মনোজ্ঞ সংগীতনুষ্ঠান পরিবেশন করেন।পারিবারিক আবহে এই অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন চ্যাটার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন বসু।


Share

dnews.in