Lochipoddar Kali পূজো : পরম্পরা মেনে গরুর গাড়িতে করে বিসর্জনের পথে লচিপোদ্দার কালী! বর্ণাঢ্য শোভাযাত্রার পরিবারের সঙ্গে স্থানীয়রা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

প্রায় ৪০০ বছরের পুরনো লচিপোদ্দার কালীর বিসর্জন যাত্রা হলো সোমবার সন্ধ্যায়।এই দিন নির্দিষ্ট নিয়ম রীতি মেনে গরুর গাড়িতে করে মায়ের শোভাযাত্রা বের হয়।এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় মানুষজন।আতশবাজির রোশনাই এর মধ্যে দিয়েই এই শোভাযাত্রা বাড়ি থেকে বের হয়ে।রাজাবাজার, কোতবাজার,পঞ্চুরচক হয়ে বিসর্জনের পথে যায়।কথিত আছে জমিদার বাড়ি এই পুজো একসময় জাঁকজমক ভাবে হত। কিন্তু পরবর্তীকালে জমিদারি প্রথা শেষ গেলেও কিন্তু সেই রীতিনীতি রয়ে গেছে।মেদিনীপুরের যে যে কয়টি পুরনো পুজো আছে তার মধ্যে এক অন্যতম হলো এই লচিপোদ্দার কালী পুজো।এবারের কালীপুজোয় ভিড় ছিল দেখার মতো।


Share

dnews.in