গান্ধী ঘাটে তর্পণ করলেন বিজেপি সাংসদ কিন্তু কাদের উদ্দেশ্যে দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শনিবার ছিল মহালয়া। এদিন ছিল তর্পনের দিন।মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন মেদিনীপুরের গান্ধীঘাটে।এদিন তিনি সদলবলে উপস্থিত হন সকালবেলায়।এরপর বিগত দিনে সকল কর্মীদের উদ্দেশ্যেই তিনি তর্পণ করেন।

পাশাপশি রেল দুর্ঘটনায় নিহত পরিবার এবং ভূমিকম্প সহ বিভিন্ন ঘটনা-দুর্ঘটনায় মৃত মানুষজনের উদ্দেশ্যে তিনি তর্পণ করেন।তিনি বললেন প্রতি বছরই আমি করে আসছি। এটা নতুনত্ব নয়।এ বছরও তর্পণ করলাম নিজেদের মৃত কর্মীদের আত্মার শান্তি কামনায়।


Share

dnews.in