Max Offers: তিন দিনব্যাপী MAX এর মেগা অফার! 17 বছর পদার্পণে 2 টি কিনলে 1 টা ফ্রি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

গুটি গুটি পায়ে ১৭ বছরের পদার্পণ ম্যাক্স এর। আর এই বর্ষপূর্তি উপলক্ষে মেগা অফার চালু করল ম্যাক্স কর্তৃপক্ষ। মেদিনীপুর ম্যাক্স শোরুমে গেলেই আপনি আপনার পছন্দের দুটি জিনিস কিনলে একটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।এই অফার নির্ধারিত করা হয়েছে তিন দিনের জন্য। যেকোনো জায়গার গ্রাহক শোরুমে এলেই এই অফার পাবেন। নির্দিষ্ট বিজ্ঞপ্তি দিয়েই এই অফার ঘোষণা করলেন ম্যাক্স কর্তারা।

এবছর সতেরো বছরের পদার্পণ করল বিখ্যাত শপিংমল ম্যাক্স।তাই এই ১৭ বছর পদার্পণে ম্যাক্স তিন দিনব্যাপী শুরু করল মেগা অফার। মূলত ডিসেম্বরের এক দুই এবং তিন তারিখ এই তিন দিন চলবে এই অফার সমস্ত শোরুমে।এই তিন দিন মেদিনীপুরের গ্রাহক ম্যাক্স শোরুম থেকে পছন্দের যে কোন দুটো জিনিস কিনলে তার সঙ্গে একটি জিনিস একদম ফ্রিতে পাবেন।ফলে গ্রাহকরা এই শীতের মরসুমে শীতের জিনিস নিতে পারবেন অতি সহজে।এই অফার চলবে তিন তারিখ পর্যন্ত মেদিনীপুর জেলা পরিষদ এর বিপরীতে ম্যাক্স এর শোরুমেও। আর এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ম্যাক্স কর্তৃপক্ষ।আর তাই জিনিস কিনতে ভিড় লেগেছে এই শোরুমে।

প্রসঙ্গত উল্লেখ্য বড়দের জামাকাপড়,ব্যাগ সহ ছোটদের শীতের পোশাকের একমাত্র ভরসাযোগ্য শপিংমল হল এই ম্যাক্স।এই ম্যাক্সের শোরুম মেদিনীপুরের সদ্য পথ চলা শুরু করেছে।ইতিমধ্যেই এই ম্যাক্স শোরুমে বহু গ্রাহক এসেছেন,জিনিস কিনেছেন এবং সন্তুষ্টি মনে ফিরে গেছেন। জিনিসের কোয়ালিটি যেমন ভালো, তেমনি দামও উপযোগী।তাছাড়া এই শীতের মরশুমে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভ্যারাইটির সোয়েটার, জ্যাকেট,মাফলার,টুপি নিয়ে এসেছে এই সংস্থা।এদিন রীতিমত বক্তব্য দিয়েই এই শোরুমের অফার জারি করল শোরুম কর্মকর্তারা।


Share

dnews.in