নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এইদিন ৯ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা চিরসাথী ক্লাবের দুর্গা পূজার মন্ডপের সামনে একটি সচেতনতা শিবির।এই “আইনী সচেতনতা শিবিরের” উদ্বোধন উদ্বোধন করলেন District Judge শ্রী অমিত চক্রবর্তী মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারপতি দিব্যেন্দু নাথ,Chief Judicial Magistrate শ্রীমতি তনুশ্রী দত্ত,কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্য বিশ্ব ব্যক্তিবর্গ। মূলত পূজোয় সমস্যায় পড়লে সমাধান বের করে দেবে এই শিবির।