নিজস্ব প্রতিনিধি,শালবনি :
কিছুদিন আগে চন্দ্রকোনা গড়বেতা রোডে সারি সারি গাড়িকে দাঁড় করিয়ে নিজস্ব ভঙ্গিতে চাঁদা তোলার মতন খাওয়ার তুলে নিচ্ছিল এই জঙ্গলমহলের দাঁতাল রামলাল। আর তাই সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যম এবং সংবাদ মাধ্যমে। এবার নিজস্ব ভঙ্গিতে জঙ্গলে হাঁটছে রামলাল যদিও তাকে দেখতে ভিড় জমেছে হাজার হাজার জনতা।
ঠিক যেন হিন্দি সিনেমার কোন ডনের মতো। যেমন এখনকার ফিল্মি দুনিয়ায় হাজার হাজার গাড়ি লোকজন নিয়ে ডন হাজির হয় এবং মারকাটারি অ্যাকশন করে, ঠিক রামলালের ক্ষেত্রে তাই।নিজস্ব ভঙ্গিয়ে হাঁটছে রামলাল,পেছনে উৎসুক জনতা।