Rittika Giri Post:”ভক্তি মুক্তির পথ দেখায়”ফের ঋতিকা গিরির পোস্ট সোশ্যাল মাধ্যমে!তিনি লিখলেন আত্মার জন্ম হয় না, মৃত্যুও না

Share

মেদিনীপুর 26 সে জানুয়ারি:

ফের সোশ্যাল মাধ্যমে পোস্ট করলেন হিরনের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। কিছুটা ভাব গম্ভীর হয়ে লিখলেন আত্মার জন্ম হয় না,না মৃত্যু হয়,আত্মা অমর, শরীর নশ্বর! কখনো লিখলেন কর্ম করে যাও ফলের আশা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। দুদিন চুপ থাকার পর ফের সোশ্যাল মাধ্যমে পোস্ট এই মডেলের। অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি ঋত্বিকা আধ্যাত্মিক জগতে চলে গেলেন?

এখন সোশ্যাল মাধ্যমে রীতিমত হিরন-ঋতিকা ভার্সেস অনিন্দিতা কে নিয়ে রীতিমত চর্চা চলছে। যা প্রায়
এক সপ্তাহ হতে চলল। এই বিতর্কের মূল কারণই হল
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে । গত সপ্তাহখানেক আগে হিরন তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন বেশ কয়েকটি ছবি ঋতিকা গিরি কে নিয়ে। যেখানে তাকে দেখা যায় ঋতিকা গিরিকে বিয়ে করার ছবি। সেই ছবির পোস্ট হবার পরই শুরু হয় ভাইরাল হওয়ার কাজ। একে একে সকলে কমেন্ট করতে থাকেন।এরপরই সামনে আসে হিরনের প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জী।অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা।তার পরে হিরণের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। পরে তা মুছেও দেন। বিতর্ক শুরুর এক সপ্তাহের মাথায় আবার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঋতিকার।

হিরণের এই বিয়ে-বিতর্ককে ঘিরে সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য উঠে আসছে। কেউ প্রশ্ন তুলছেন ঋতিকার বিরুদ্ধে। কেউ আবার সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হিরণকেই। এমন পরিস্থিতিতে এ বার ‘সঠিক কর্মের পাঠ’ পড়ালেন ঋতিকা। নিজের একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে হলুদ শাড়ি। কপালে চন্দনের তিলক আঁকা। গলায় মানানসই গয়না।ছবির সঙ্গে ঋতিকা লেখেন, “জীবনে একটি উদ্দেশ্য নিয়ে বাঁচতে হবে। সততার সঙ্গে কাজ করতে হবে, অহঙ্কারকে জীবন থেকে দূর করতে হবে।” সেই সঙ্গে গীতা থেকে কয়েকটি বাণীর সারমর্ম তুলে ধরে তিনি লেখেন, “কর্ম করে যাও, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আত্মা অমর, শরীর নশ্বর। আত্মার না জন্ম হয়, না মৃত্যু।

নিজের ভাবনাচিন্তা শুদ্ধ হলে, সঠিক দিশা এমনিই পাওয়া যায়।”তাঁর এই লেখা পড়ে দর্শকের একাংশের প্রশ্ন, তা হলে কি হিরণের প্রথম স্ত্রীর উদ্দেশেই এই লেখা? নাকি এই বিতর্কের জেরে জীবন নিয়ে তিনি এ বার আধ্যাত্মিক হয়ে পড়লেন ঋতিকা? তবে এই কয়েক দিনে অনিন্দিতার তরফে আর কোনও মন্তব্য শোনা যায়নি। হিরণ যদিও এখনও নীরব। অন্যদিকে একের পর এক অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন তার প্রথম স্ত্রী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in