Legal services authority : 5 বছরের সমস্যার সমাধান মাত্র 15 দিনে!দুই শিশু পেল জন্ম সার্টিফিকেট

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

বুধবার বিকেলে ঝাড়গ্রাম শহরে অবস্থিত ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবার উদ্যোগে বসেছিল বিনামূল্যে আইনি পরিষেবা।তাতেই কর্তৃপক্ষের হস্তক্ষেপে পাঁচ বছরের সমস্যার সমাধান হলো মাত্র ১৫ দিনে।ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার পাঁচ বছরের দুই শিশুর পরিবারের সদস্যদের হাতে জন্ম সার্টিফিকেট তুলে দিলেন।

ঘটনা চক্রে জানা যায় গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের পাইকাম্বি গ্রামের শিশুকন্যা সুস্মিতা ঘড়াই এবং চর্চিতা গ্রামের শিশু অরণ্য ঘড়াই এর জন্ম হয়েছিল তপসিয়া গ্রামীণ হাসপাতালে।কিন্তু জন্মের পর থেকে তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন করেনি এবং জন্ম সার্টিফিকেট ও সংগ্রহ করেনি।এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর।পাঁচ বছরের মাথায় স্কুলে ভর্তি করার সময় জন্ম সার্টিফিকেট এর প্রয়োজন হলে তারা সমস্যায় পড়েন।তারা এই ঘটনায় গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের প্যারালিগাল ভলেন্টিয়ার রিতা দাস দত্তকে বিষয়টি জানান।তিনি ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান।

অবশেষে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্ত আইনি জটিলতা সমাধান করার পর ওই দুই শিশুর জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়।বুধবার বিকেলে দুই শিশুর পরিবারের হাতে জন্ম সার্টিফিকেট তুলে দেন সচিব তথা বিচারক সুক্তি সরকার।জন্ম সার্টিফিকেট প্রদান প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন বিষয়টি জানার পরেই উদ্যোগ নিয়েছিলাম। ওই দুই শিশু সার্টিফিকেট পেল এটা খুব আনন্দের বিষয়।


Share

dnews.in