![](https://dnews.in/wp-content/uploads/2023/10/Screenshot-2023-10-15-at-9.36.37-PM-Medium.jpeg)
নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :
গড়বেতা তিন নম্বর ব্লকের আমলাশোল তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের আমসোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে দুর্ঘটনা ঘটে।যার ফলে লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে নষ্ট হয়েছে দোকানটিতে।তবে মানুষজন না থাকায় হতাহতের কোন খবর নেই। প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব পরিদর্শন করেছেন এলাকাতে।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-07-at-11.21.30-PM-e1696702129530-1024x804.jpeg)
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-14-at-10.31.29-PM-1024x282.jpeg)