Suvendu Adhikari Post:লক্ষ লক্ষ টাকা নেওয়ার ডাইরি পাতা পোস্ট করলেন শুভেন্দু অধিকারী!এবার দেবের কি হবে

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এবার সরাসরি ডাইরির পাতা পোস্ট করে শুভেন্দু অধিকারী রীতিমতো বিপাকে ফেললেন দীপক অধিকারী কে।এদিন তিনি তার এক্স হ্যান্ডেলে দেবের সঙ্গে এনামুলের টাকা ট্রানজাকশনের ডায়েরির পাতা পোস্ট করেন যার ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

মূলত শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন ২৩ সে মে সকাল নটার সময় তিনি ঘাটালের হিরোকে জিরো করবেন,এমন একটি জিনিস পোস্ট করবেন তার এক্স হ্যান্ডেলে যা দেখে ঘাটালের প্রাক্তন সাংসদ আর ঘর থেকে বেরোবে না।সেই কথামতো এদিন তিনি সকাল নটা নাগাদ তার এক্স হ্যান্ডেল এ পোস্ট করেন এনামুলের সঙ্গে দেবের লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশনের ডায়রী পেজ।আর সেই পোস্ট এক্স হ্যান্ডিলে হতেই ছড়িয়ে পড়লো চাঞ্চল্য রাজনৈতিক মহলে। যদিও এই পোস্টের ব্যাখ্যা দিলেন ঘাটাল বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।পোষ্টের ব্যাখ্যার সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কড়া ভাষায় দুষলেন হিরন তিনি বলেন, এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডে দুই দফায় ৫০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে।তার দাবি,এটা যে ব্যালেন্স সিট ইডির কাছে জমা দিয়েছে দেব সেই ব্যালেন্স সিটের তথ্য। এই কারণেই ইডি সাড়ে আট ঘণ্টা ধরে ওকে বসিয়ে রেখেছিল।আর যে ডায়েরির পাতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে সেই ডায়েরির পাতাও এনামুল হকের বলে দাবি হিরনের।

পাশাপাশি হিরনের চ্যালেঞ্জ,দেব বলেছিলেন এনামুল হকের সঙ্গে তার যোগাযোগ বা লেনদেন প্রমাণ করতে পারলে উনি সিনেমা ছেড়ে দেবেন। আর আমি প্রমাণ করতে না পারলে আমাকে রাজনীতি ছাড়তে হবে।আজ সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এবার উনিই বলুক উনি কি করবেন?

যদিও পাল্টা দেব তার x হ্যান্ডেলে বলেন,” ও শুভেন্দু দা,
তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে।ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..


Share

dnews.in