Maa Canteen : বাসস্ট্যান্ডের যাত্রীদের কথা ভেবে দ্বিতীয় মা ক্যান্টিন চালু!জেলাশাসক উদ্বোধনী এসে জানালেন মা নামটাই যথেষ্ট

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর হাসপাতালের পাশাপাশি এবার মা ক্যান্টিন এর দ্বিতীয় ভাগ চালু হলো বাসস্ট্যান্ডের জনকল্যাণ ভবনে।এদিন এই ক্যান্টিনের উদ্বোধন করেন জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদেরী।এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,সৌমেন খান,অনিমা সাহা,সৌরভ বসু প্রমূখ। অসহায় দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করলেন জেলাশাসক ও মহকুমা শাসক।

প্রসঙ্গত মহামারী করোনার সময় মেদিনীপুর বিদ্যাসাগর হলে শুরু হয়েছিল মা ক্যান্টিনের। যেখানে ৫ টাকার বিনিময়ে হাসপাতালে রোগীর পরিবার পরিজন এবং শহরের অসহায় মানুষজন ভাত,ডাল,শাকসবজি এবং ডিম ভরপেট খেতে পেতেন।এরপর কোভিড কেটেছে, তবে মা ক্যান্টিনের চাহিদা কমেনি।বাসস্ট্যান্ডের এরকম বহু মানুষজন দূর-দূরান্ত থেকে আসেন,যারা ঠিকমতো দুপুরবেলায় সামর্থ্য থাকে না খাবার কেনার। সেসব মানুষের কথা ভেবে,এই মা ক্যান্টিনের দ্বিতীয় পর্ব চালু হলো এই জনকল্যাণ ভবনে।কুপন সিস্টেমে এই খাবার দেওয়া হবে।এই খাবার দেওয়া হবে বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত।শহর জেলা সহ ভিন্ন জেলার মানুষজন যারা দুমুঠো খেতে পারছে না তারা এখানে পাঁচ টাকার বিনিময়ে শাক সবজি,ভাত,ডাল এবং ডিম পাবেন।এদিনের অনুষ্ঠানে এসে এরকম মা ক্যান্টিনের দ্বিতীয় ভবন নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আধিকারিক বৃন্দ।

জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদেরী উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে বলেন মা ক্যান্টিনের “মা”নামটাই যথেষ্ট।আমরা ক্যান্টিনের উদ্বোধন শুধু বলব তা নয় বরং বলব অসহায় দুস্থ মানুষদের সেবা করা।প্রথম মা ক্যান্টিনের পর দ্বিতীয়টা প্রপোজাল এসেছিল। সে প্রপোজাল মুখ্যমন্ত্রীকে পাঠানোর পরই তিনি নির্দেশ দিয়েছেন করার।আর সেই অনুসারেই এই দ্বিতীয় পর্বের ক্যান্টিনের পথ চলা শুরু হলো।


Share

dnews.in