
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
এক্সপ্রেস ট্রেনে এবার যাত্রীদের সঙ্গে সওয়ারি হল এক মুরগি। রীতিমত গল্প করতে করতে মালিকের সঙ্গে মুরগি গন্তব্য স্থলে পৌঁছালো আর সেই মজাই উপভোগ করল বাকি যাত্রীরা।
রিজার্ভেশন সিটে চড়ে বসলো মুরগি। রীতিমতো মালিকের সঙ্গে গল্প করতে করতে ফিরল নিজের বাড়িতে।এরকম দৃশ্য দেখা গেল একটি এক্সপ্রেস ট্রেনে। আসলে আমরা যা দেখি সেটা হল যে দুরন্ত বা এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশনের জন্য আবেদন করলে সিট প্রায় খালি থাকে না।প্রায় সময় ওয়েটিং,নয় সিট নেই বললেই চলে।বহু সময় অতি জরুরি প্রয়োজনীয় ক্ষেত্রেও মানুষ গাদাগাদি হয়ে কোনক্রমে বাথরুম,টয়লেটে অথবা গেট ধরে পৌঁছতে চাই তার নির্দিষ্ট গন্তব্য স্থলে।কিন্তু এবার রিজার্ভেশন সিটে রীতিমতো এক দেশী মুরগি এবং সে তার আসন পেতে বসে খোশ মেজাজে তার মালিকের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যায় গন্তব্যস্থলে এরকমই দৃশ্য দেখা গেল এক ট্রেনে। মূলত তিরুচিরাপল্লী হাওড়া একটি মেল আসছিল তিরুচিরাপল্লী থেকে। আর সেই ট্রেনে সওয়ারি ছিল এই মালিকসহ মুরগি। দুপুর সাড়ে তিনটা নাগাদ ট্রেনটি ছেড়েছিল।এই ট্রেনে সওয়ারি হয়েছিল তারা এবং গোটা রাস্তায় মজা করতে করতে রীতিমতো যাত্রীরা পৌঁছে যায় তার নির্দিষ্ট গন্তব্য স্থলে। ট্রেনটি প্রায় বারোটা নাগাদ ঢুকে হাওড়াতে।

