Dangerous Trap : বিপদজনক ভাবে ঝুলছে থানার দেওয়াল! বিদ্যুৎ পোস্টে হেলে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ইলেকট্রিক পোস্টে বিপদজনকভাবে হেলে রয়েছে থানার বাউন্ডারির পাঁচিলের দেওয়াল আর তাতেই আশঙ্কা স্থানীয়দের। যদিও এই নিয়ে হেলদোল দেখা গেল না পাটনা বাজার পুলিশ আধিকারিকদের। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তার দায়িত্ব নেবে কে সেটাই প্রশ্নের। যদিও এ বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি।

মেদিনীপুর শহরের একদম মূল কেন্দ্র পাটনা বাজার ও জুগনিতোলার মধ্যেখানে রয়েছে women’s সেল অন্যদিকে সাইবার সেল একসঙ্গে।এই বাউন্ডারির মধ্যে রয়েছে পুলিশের একাধিক উদ্ধার হওয়া গাড়ি।প্রতিদিন বহু মহিলা তার সমস্যা সমাধানে ছুটে আসেন এই সেলে।অন্যদিকে ডিজিটালের সমস্যা সংক্রান্ত বা সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যার জন্য অভিযোগ জানাতে ছুটে আসেন বহু মানুষ।অভিযোগের পরেই সমাধান মেলে এখানে।কিন্তু অন্যের সমাধান করলেও নিজস্ব সমস্যায় জর্জরিত এই সাইবার সেল ও পুলিশ থানা।এই থানার বাউন্ডারি ওয়াল হেলে পড়েছে একটি ইলেকট্রিক পোস্টের গায়ে।এমনভাবে হেলে রয়েছে যাতে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

কারণ এই থানার পাশেই রয়েছে বড় ইলেকট্রিক পোস্ট।যেখান থেকে বিদ্যুৎ বিভিন্ন মল এবং দোকানে দেওয়া রয়েছে।এই পাঁচিলের পাশের ইলেকট্রিক পোস্টে পড়ে গেলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা অথচ এই দিকে হুঁশ নেই থানা অথবা এই সাইবার সেলের কর্তৃপক্ষের।যদিও প্রতিদিন এই রাস্তা দিয়ে পাস হয় এই পুলিশের একাধিক গাড়ি এবং সেই সঙ্গে স্থানীয়রা এখান দিয়েই যাতায়াত করেন।যাতায়াত করেন পৌর প্রতিনিধি এবং বিদ্যুৎ কর্মীরা। কিন্তু কেউ দেখেও দেখছে না,ফিরছে না হুঁশ! কেন সেটাই প্রশ্নের। ফলে একপ্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সদ্য বর্ষাকাল গিয়েছে তবেই মাঝে মাঝে তারই মধ্যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির সময় হলেই আতঙ্ক ধরে যায় স্থানীয়দের।কারণ যেকোন মুহূর্তে দেওয়াল পড়ে যাবে ইলেকট্রিক পোষ্টের উপর এবং তাতেই শর্ট সার্কিট হয়ে ঘটে যাবে দুর্ঘটনা।

বিষয়ে পুলিশের মুখে কুলুপ হলেও তোপ দেগেছে বিজেপি। বিজেপির স্থানীয় নেতা অরূপ দাস বলেন পুলিশ এখন টাকা তোলাতে ব্যস্ত।কিভাবে কোটি কোটি টাকা তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবে সেটা চিন্তায় তারা করছে।এদিকে যে পাঁচিল পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেদিকে খেয়াল করার সময় নেই তাদের। তারা ব্যস্ত টাকা তুলতে।


Share

dnews.in