Drawing Competition:অংকনে বাচ্চাদের আকৃষ্ট করতে বিদ্রোহী গোষ্ঠীর অংকন প্রতিযোগিতা!অংশ নিল প্রায় 800 প্রতিযোগী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বাচ্চাদের মধ্যে আঁকার প্রবণতা বাড়াতে হবে,উৎসাহ দিতে হবে ছবি আঁকতে। আর তাই বল্লভপুর বিদ্রোহী গোষ্ঠীর প্রথম বর্ষ অঙ্কন প্রতিযোগিতা।সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করল প্রায় সাড়ে ৮০০ কচি কাঁচা সহ বড়রা। যদিও এই বাচ্চাদের প্রতিভা বিচার করে তাদের পুরস্কৃত করা হবে আগামী দিনে বলেই জানালেন উদ্যোক্তারা।

যেমন খুশি আঁকো প্রতিযোগিতা

ছোট ছোট কচিকাঁচাদের অঙ্কনে উদ্বুদ্ধ করতে বল্লভপুর বিদ্রোহী গোষ্ঠী আয়োজন করলো যেমন খুশি অঙ্কন প্রতিযোগিতার।এই প্রতিযোগিতা এবছর প্রথম বছরে পদার্পণ।এদিন এই অংকন প্রতিযোগিতায় একদম ক্ষুদে থেকে বড় পর্যন্ত নাই নাই করে প্রায় সাড়ে ৮০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।প্রত্যেকেই তার বিষয় নিয়ে অঙ্কনের কাজ শুরু করে।এই অঙ্কন প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে আগামী দিনে। বিদ্যাসাগর হলের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা ঘিরে ছিল উৎসাহ উদ্দীপনা। এইদিনের পুরো অনুষ্ঠান দায়িত্ব পালন করে ক্লাবের সকল সদস্য সহ ওয়ার্ড কাউন্সিলার সুসময় মুখার্জি।

এ বিষয়ে সৌভিক গুঁড়িয়া নামে এক উদ্যোক্তা বলেন মূলত বাচ্চাদের মধ্যে আঁকার প্রবণতা বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা।যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে গোটা জেলা থেকে প্রায় সাড়ে ৮০০ প্রতিযোগী।


Share

dnews.in