Dilip Ghosh Morning Walk:রাম,সীতা,ভালু এমনকি কুকুর বিড়াল ও গেছে শুধু যায়নি সূর্পনখা আর কালনেমী,কটাক্ষ দিলীপ ঘোষের

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :

রাম মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় না যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি সর্ব ভারতীয় নেতা দিলীপ ঘোষ।বললেন রাম,সীতা,লক্ষণ,জটায়ু,কুত্তাবিল্লি সবাই চলে গিয়েছে,যেতে পারিনি একমাত্র সুর্পনখা আর কালনেমি। এই দিন খড়গপুরের এক চা চক্র এসে এই ধরনের মন্তব্য দিলীপ ঘোষের।

গতকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে,কেটেছে সারাদিন কিন্তু এরপর সকালে চা চক্রে এসে ফের অভিষেক ও মমতার বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এই দিন সকালবেলায় খড়গপুরে মর্নিং ওয়ার্ক সারতে আসেন বিজেপি সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এরপর তিনি চা চক্র করেন কর্মীদের সঙ্গে সেই চক্র সারার পরে সাংবাদিকদের মুখোমুখি হন।সেখানে সাংবাদিকরা, মুখ্যমন্ত্রীর অযোধ্যা না যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন পুরো দেশ রামের সাথে রয়েছে।এই বাংলার বহু মানুষ গিয়েছে এ রাম মন্দিরের উদ্বোধন দেখার জন্য।একমাত্র তৃণমূলের বেশ কিছু লোকজন রয়েছে যারা এর বিরোধিতা করছে।

গতকাল এই রাম পুজন উপলক্ষে গোটা বাংলা জুড়ে সবাই চলে গিয়েছে।একে একে রাম,লক্ষণ,ভালু এমনকি জটায়ু চলে গিয়েছে দেখার জন্য।চিড়িয়া,এমনকি কুত্তা বিল্লি তারাও চলে গিয়েছে দেখার জন্য কেবলমাত্র যায়নি সুর্পনখা আর কালনেমী।যদিও মুখ্যমন্ত্রীর রামের নয় কামের বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এবারের ভোট রামেরও হবে কামের ও হবে।পাশাপাশি তিনি এও বলেন বাংলার এই সরকার যেভাবে বাংলার লোকেদের লুটেছে তাদের এই রাম রাজত্ব থাকার কোন জায়গা হবে না। সারাদেশের সকল মানুষ রামের সাথে ছিল কিন্তু এই লোক যারা তৃণমূলের হারামের কাজ করে টাকা কামাচ্ছে তারাই এর বিরুদ্ধাচরণ করেছে। তিনি বলেন ২০২৪ এ সকল হিসাব বরাবর হয়ে যাবে।দেশ বাসীর উচ্ছ্বাস নিয়ে বলেন সারাদেশের সঙ্গে আইআইটি পড়ুয়ারা যেখানে উচ্ছ্বাস প্রকাশ করছে সেখানে এরা বুদ্ধি হীন হয়ে এর বিরুদ্ধাচারণ করছে।


Share

dnews.in