কেমন ছিল মোগলি কেমন ই বা ছিল শেরখান!জঙ্গলের রহস্যে ঘেরা খড়গপুর দেখুন কোথায়

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :

এক সময় রামায়ণ-মহাভারতের পাশাপাশি মোগলি হৃদয়ে বসেছিল আমজনতার।বাচ্চা তো বটেই বুড়োদের ও মন জয় করেছিল এই ছোট্ট জংলী মোগলি।তার সফর সঙ্গী শেরখান,বালু,হাতি।তবে শত্রুর সংখ্যা ও কম ছিল না।একেলা থেকে বাবুন।তবে শেষ পর্যন্ত লড়ায়ে জয়ী হয় জংলী এই কন্যা।

এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে এই জঙ্গলের কাহিনী তুলে ধরেছে খড়গপুর তালবাগিচার রথতলা দুর্গা পুজো কমিটি।এবারে ৪৭ তম বর্ষে প্রায় ১৪ লক্ষ টাকা খরচা করে তাদের এই থিম বলে জানান উদ্যোক্তারা।আর তা দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। উদ্যোক্তাদের বক্তব্য এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে জঙ্গল মহলের কাহিনী তুলে ধরে মানুষ কে সচেতন করায় আসল উদ্দেশ্য।


Share

dnews.in