Adibasi Deputation: রাজ্যে অ-আদিবাসীদের আদিবাসী শংসাপত্র দেওয়ার প্রতিবাদ!জেলা শাসকের দফতরে বিক্ষোভ আদিবাসীদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এ রাজ্যে অ-আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দানের প্রতিবাদে ও ভুয়ো এস টি শংসাপত্র বাতিলের দাবীতে বুধবার আদিবাসীদের বিক্ষোভ আছড়ে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে।মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে মিছিল করে একাধিক আদিবাসী সংগঠন এদিন আদিবাসী কল্যাণ সমিতির ব্যানারে আন্দোলনে নামে।তাদের দাবি অবিলম্বে দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

আদিবাসীদের বিক্ষোভ

অ-আদিবাসীদের ST শংসাপত্র দেওয়া হচ্ছে এমন অভিযোগ বেশ কিছুদিন ধরেই তুলছিল একাধিক আদিবাসী সংগঠন।এবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন সংগঠিত ভাবে আন্দোলন শুরু করল।আন্দোলনকারী আদিবাসীদের দাবী অ- আদিবাসীদের নামে আকছার এস টি শংসাপত্র দেওয়ার ঘটনা ঘটছে এরাজ্যে।ফলে মূল আদিবাসীদের জন্য সংরক্ষিত সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসীরা।তাই অবিলম্বে এই ভুয়ো শংসাপত্র গুলি বাতিল করার পাশাপাশি অবিলম্বে এভাবে অ-আদিবাসীদের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া বাতিল করার দাবীতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। অবিলম্বে দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এদিনের আন্দোলনকারীরা।


Share

dnews.in