Nandi House Ras : রাস পূর্ণিমায় অংশ নিয়ে হাত মেলে নাচলেন জুন মালিয়া! নন্দীবাড়িতে প্রসাদ নিয়ে রাস ঘুরলেন বিধায়িকা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

প্রাচীন নন্দীবাড়ির রাস উৎসবে উদ্বোধনে এলেন বিধায়িকা জুন মালিয়া। তিনি প্রদীপ প্রজ্বলন,আরতির পাশাপাশি কোমর দুলিয়ে রাসে নেচে উঠলেন।এদিন তিনি নন্দীবাড়ির বিশেষ ভোগ পরিবেশন এর পাশাপাশি ভগ্ন রাস মঞ্চ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গেলেন।

চন্দনা নন্দী

আজ ছিল রাস পূর্ণিমা।এইদিন পরম্পরা ও নিয়ম রীতি নীতি মেনে চিড়িমারসাই নন্দী বাড়িতে অনুষ্ঠিত হলো রাজ উৎসব।মূলত এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা করেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। তিনি নন্দীবাড়ির পরিবারের সঙ্গে রাস উৎসবে মেতে ওঠেন।প্রথমে প্রদীপ নিয়ে আরতি করার পরেই তিনি রাসমঞ্চে প্রসাদের থালা নিয়ে মাথায় নিয়ে মঞ্চ পরিক্রমা করেন।এরপর সবার উদ্দেশ্য করে বাতাসা সুঁটিগজা বিলিয়ে দেন।তারপর তিনি নৃত্যের তালে তালে রীতিমতো কোমর দুলিয়ে হাত নেড়ে রাস উৎসবে মেতে উঠেন।এদিন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার সঙ্গে সঙ্গ দেন নন্দী বাড়ির সদস্য এবং আশেপাশের পাড়া প্রতিবেশীরা।পরে তিনি রাস পূর্ণিমার বিশেষ ভোগ পরিবেশন করেই আসর ছাড়েন নন্দীবাড়ির।এইদিন বিধায়িকা নন্দীবাড়ির এই রাস মঞ্চের ভগ্ন দশা সরিয়ে ফেলা নিয়ে আশ্বাস দিয়ে যান। বলেন উপর মহলে এ বিষয়ে আবেদন করব।

নন্দীবাড়ির সদস্যা চন্দনা নন্দী বলেন এই নন্দী বাড়ির রাস উৎসব ৪১০ বছরের।যা নির্দিষ্ট পরম্পরা নিয়ম রীতি মেনে চলে আসছে। গত ২০১৩ সালে নন্দী বাড়ির এই রাস অনুষ্ঠান আমি হাতে নিয়েছি। তারপর নির্দিষ্ট নিয়ম নীতি মেনে পালন করছি।এই রাস উৎসব এবারে বিধায়িকা উদ্বোধন করেছে।আজকের বিশেষ ভোগ দেওয়া হবে ভক্তদের।


Share

dnews.in