RGkar Insident:অভয়ার মা-বাবার সঙ্গেই আমরা সহমত,ক্ষতি পূরণ নয়, বাকিদের শাস্তি চাই!মোমবাতি জ্বেলে সহকর্মী কে স্মরণ কর্মবিরতি ডাক্তারদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

অভয়ার শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুরে জুনিয়র ডাক্তাররা।কর্ম বিরতির মাঝেই তারা মোমবাতি জ্বালিয়ে সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানালো। পাশাপাশি তাদের বক্তব্য আমরা ক্ষতিপূরণ চাই না,আমরা অভয়ার মায়ের সঙ্গে সহমতআমরা বাকি দোষীদের শাস্তি চাই।

অবশেষে আরজিকর কাণ্ডে শাস্তি ঘোষণা করল আদালত,আমরণ কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের।যা নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত,Rgkar কাণ্ডে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে।যে ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি তদন্তে নেমেছিল সিবিআই।সিবিআইয়ের যাবতীয় তথ্য দেখে অবশেষে সাড়ে পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত।আর তাতে জানিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় আমরণ পর্যন্ত কারাদন্ডে দণ্ডিত অর্থাৎ কারাবাসে থাকবে।যা নিয়েই খুশী নয় নির্যাতিতার পরিবার সহ জুনিয়র ডাক্তাররা এবং সমাজের মানুষজন।অনেকেই মনে করছে বিরল থেকে বিরতম ঘটনার এই ধরনের রায় মেনে নেওয়া যায় না।তবে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজের কর্মবিরতি থাকা জুনিয়র ডাক্তাররা মোমবাতি জ্বালানো মধ্য দিয়ে যেমন একদিকে তাদের সহকর্মীর প্রতি তারা শ্রদ্ধা জানালো সেইসঙ্গে এই বিচারে তারা খুশি নয় এই বক্তব্য তারাই দিন জানাই।

এদিন তারা কর্মবিরতির মাঝখানে উঠে এসে সারি সারি দিয়ে মোমবাতি জ্বেলে এই অভয়া কাণ্ডের সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানায়।যদিও তারা বক্তব্যে জানায় তারা অভয়ার মা-বাবার সঙ্গে সহমত।আমরা ক্ষতিপূরণ চাই না আমরা চাই বাকি দোষীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি।কারণ হিসেবে জুনিয়র ডাক্তাররা ব্যাখ্যা করেন এই ঘটনা যদি বিরল থেকে বিরলতম না হয়ে ওঠে তাহলে এই সমাজে বিরলতম ঘটনা কি তা আমাদের জানা নেই।আমরা প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছি এবং আমরা প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছি।

প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর মেডিকেল কলেজে পাঁচ অসুস্থ প্রসূতির মধ্যে মামনি রুইদাস নামে এক প্রসূতি মৃত্যুতেই এই গন্ডগোলের সূত্রপাত তৈরি হয়।অভিযোগ ওঠে চিকিৎসার গাফিলতি ও স্যালাইনের বিষক্রিয়া।সেই ঘটনায় ৭ জন পিজিটি সহ মেডিকেল কলেজ হাসপাতাল সুপার নিয়ে মোট ১২ জন ডাক্তারের নামে অভিযোগ জমা পড়ে, সঙ্গে সাসপেনশন অর্ডার।যদি এই দিন শ্বেতা সিং নামে আরেক পিজিটির নাম অন্তর্ভুক্ত হয় এই FIR এ। যে ঘটনার তদন্তভার চালাচ্ছে সিআইডি।

এই তালিকায় রয়েছেন বিভাগীয় প্রধান মহম্মদ আলাউদ্দিন,হাসপাতাল সুপার জয়ন্ত রাউত। মাতৃমা বিভাগে ইউনিট ১ সি-র বেড ইনচার্জ দিলীপ পাল, সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক, আরএমও সৌমেন দাস,অ্যানাস্থেশিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়, পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল,পূজা সাহা, ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল,পিজিটি তৃতীয় বর্ষের চিকিৎসক জাগৃতি ঘোষ,ভাগ্যশ্রী কুন্ডু, পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেশিস্ট মণীশ কুমার ও শ্বেতা সিং(PGT)।

এই দিনও মাদুর চাটাই তোষক পেতে রীতিমতো কর্ম -বিরতি চালিয়ে যাচ্ছেন এই ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in