Test Paper Distribution:ABTA উদ্যোগে 87 তম বর্ষে 10 টি স্কুলের পড়ুয়াদের টেস্ট পেপার বিতরণ

Share

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা রোড:

প্রতিবছরের ন্যায় এ বছরও চন্দ্রকোনা রোড নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে টেস্ট পেপার বিতরণ করা হলো।মূলত পড়ুয়াদের পড়াশুনোর মান উন্নয়নে এই টেস্ট পেপার বিলি করা হয়। এদিন প্রায় দশটি স্কুলের ৪৫ জন পড়ুয়ার হাতে এই টেস্ট পেপার তুলে দেন সমিতির বিশিষ্ট অতিথিবৃন্দ।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ( ABTA) শিক্ষক-শিক্ষিকা – শিক্ষা কর্মীদের সার্থে,ছাত্র-ছাত্রী মান উন্নয়নের এবং উৎকর্ষতা বৃদ্ধির জন্য,সর্বপরি সাধারনের শিক্ষা ব্যবস্থা রক্ষা করার জন্য সংগ্রাম করে চলেছে।নিখিল বঙ্গ শিক্ষক সমিতি,চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার আয়োজনে রোড বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের দুস্থ ও মেধাবী পরীক্ষার্থীদের বিনামূল্যে মাধ্যমিক Test Paper বিতরণ করা হয়।মোট ১০ টি বিদ্যালয়ের ৪৫ জন ছাত্র-ছাত্রীকে মিষ্টিমুখ করিয়ে এই ‘উপহার ‘প্রদান করা হয়।এই বিষয়ে আঞ্চলিক শাখার সম্পাদক উত্তম মান্না জানান,”১৯৩৭ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের এই মহামূল্যবান Test Paper নিরবিচ্ছিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে সমস্ত রকম বাধা-বিপত্তি প্রতিকূলতাকে উপেক্ষা করে৷

এবছর ৮৭ তম বর্ষে পদার্পন করল।মধ্য শিক্ষা পর্যদের লেটেষ্ট সিলেবাস ও প্রশ্নের বিন্যাস অনুযায়ী সমিতির অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী কর্তৃক রচনা করা হয়েছে প্রতিটি বিষয় ভিত্তিক প্রশ্ন যা পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির সহায়ক হবে।পরবর্ত্তীকালে এই ধরনের বিতরণ অনুষ্ঠান প্রিয় ছাত্র-ছাত্রীদের স্বার্থে আঞ্চলিক শাখা স্তরে সংঘটিত করা হবে ৷

পাশাপাশি এইদিন শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ডাবচা নবকোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জী।সভাপতিত্ব করেন সভাপতি স্বপন মন্ডল,আবৃত্তি পরিবেশন করেন শিক্ষিকা রূমা ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা নেত্রী শ্রাবনী মিশ্র, বালিকা বিদ্যালয়ের সভাপতি সঙ্গীতা বসু,জোনাল নেতৃত্ব তনয় পাল,ভাস্কর চন্দ্র মন্ডল, মানস মাইতি,বিপ্লব সিংহ মহাপাত্র,সুমেধা ব্যানার্জী,সুব্রত ব্যানার্জী,শিক্ষিকা সবিতা ঘোড়ই ৷


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in